বিকাশ দাস সংখ্যা
পারমিতা দে দাস
রাতের মায়া
রাতের গায়ে একটা মায়া লেগে থাকে।
কেউ যেন একটা কালো চাদরে তার যন্ত্রণা গুলো গুঁটিয়ে রেখে
ঘুমোতে চলে গেছে।
আমরা অনুভবে ছুঁয়ে দেখি।তারাদের সাথে গুনতে থাকি প্রতিটা প্রহর।
দুমড়ে মুচড়ে নিজেদের শোক ছড়িয়ে দেই হেডফোনে।
বালিশ ভেজা শিমুল তুলো চুপসে আসে মায়া জলে।স্থগিত থেকে যায় কথা। বিপরীতে হেঁটে যায় প্রাচীন দুটো পরিচিত মুখ।
আমরা তবু অন্ধকার সিঁড়িতেই বসে থাকি পরিযায়ী মানুষের মতো,যদি সেই রাত ফিরে আসে।
যদি রিংটোন টা দ্বিতীয় বার বেজে ওঠে।।

No comments:
Post a Comment