বিকাশ দাস সংখ্যা
কাজী শোয়েব শাবাব
টিকটিকি
কালো খোলস ছেড়ে বেরিয়ে এসে ছোট্ট তেলাপোকা সাদা শরীর নিয়ে সময়ের সাথে হেঁটে যেতে যেতে— স্মৃতির মায়ায় পড়ে যায়।
পেছনে ফিরে আসে অতীতের কাছে
বিগত খোলসের মুখোমুখি বসে থাকে, বসেই থাকে।
এদিকে সময় চলে গেছে হেঁটে হেঁটে বহুদূর।
ঘটনার মাঝখান অকস্মাৎ ঢুকে পড়ে টিকটিকি
খপ করে মুখে পুরে হেলেদুলে চলে যায়—
আরেক সময়ের অন্ধকারে।

No comments:
Post a Comment