উদাসীন মল্ট
৮.
আমাদের গ্যাং, আমাদের উদাসীন মল্ট
আমি অবাকবিদ্ধ
জেনে তুমি অপাপ
তুমি ঠিক না আমি,
আমাদের গ্যাং
শোনো বাওয়াল
খয়েরি হচ্ছে, শোনোনা
আমরা কোয়েলে পা
রাখি, সঙ্গমটা দূরে হোক
যাদের পেট আছে
তাদেরও ঠাসা আছে ইলেকট্রন
নাভির কথা থাক,
উদাসীন মল্ট তাই শুয়ে আছে
খেত ছেড়ে উঠছে না
আমি বিদ্যুৎ,
তুমিও। চমকাই। মেশিনগুলো গরম না হলে
দাঙ্গা হতে
কতক্ষণ
আমাদের গ্যাং এই
সবকিছুর মানে বলে দিল, রুটি
গোল গরম, বলে দিল
খাও। বেঁচে থাকার মানে, খাও।
উদাসীন আমরা
সেইথেকে..
৯.
প্রস্তাব নেই,
কুহক আছে
পাঠ করার
আগে মনে হল
দরজাটা বন্ধ,
খোলেনি
প্রস্তাব আর
কুহকের ভেতরে খয়েরি রঙের দরজাটা
এমন নয় যে আপেলের
রঙ সেপ্টেম্বর
দরজার রঙ
মনপাওয়াসী
কুহক পেরিয়ে
যাওয়াই যখন দরজা খুলে দাঁড়াবে
আপেল প্রস্তাব
পড়বে
কুয়াশাকুহকান্ত
সে এক দুরন্ত
আপেল, সে এক আর্দ্র উদাসী, কানের পাতা দুটো রেখে যে চলে গিয়েছিল এটা সেটায়..

2 comments:
খুব ভালো লাগল
দুরন্ত। কুয়াশাকুহকান্ত
Post a Comment