সুধাংশুরঞ্জন সাহা
ভালোবাসা
রঙপেন্সিলে নয়, বুকে রক্ত দিয়ে এঁকেছি ভালোবাসা ।
এঁকেছি আগুন প্রেম ।
জীবন মেঘলা হলে মিলিয়ে নেবেন
রক্তে কতটা মিশেল ছিল !
পেন্সিলে লেখা জীবন নয়,
নয় ক্ষণিকের চালচিত্র ।
অচেনা বাঁক আজও আমাকে বিভ্রান্ত করে ।
তবু, রঙপেন্সিলে নয়, বুকে রক্ত দিয়ে এঁকেছি প্রেম।


1 comment:
খুব সুন্দর
Post a Comment