Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~মধুমিতা রায় চৌধুরী মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

মধুমিতা রায় চৌধুরী মিত্র

শুভ নববর্ষ

আম গাছের ঘন সবুজ পাতার চিঠিখানা যেন বছর পর প্রাণ পেলো।
হৃদয়ের গোপন ঘরে যে শব্দ দুটি আবছা হয়ে এসেছিলো ধীরে ধীরে--
ঋতুর তারতম্যে ঢেকে গিয়েছিলো যে পান্তা-ইলিশের স্বাদ--
আজ হঠাৎ সে চিৎকার করে বললো "শুভ নববর্ষ"!!






No comments: