Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~দেবাশীষ সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

দেবাশীষ সরকার

মায়াবী কুয়াশা অরণ্যে


ভাষা দিবসে আমার অব্যক্ত ভাষারা

পেয়েছিল কাঙ্খিত শব্দ ধারা ।

আগন্তুক স্পর্শে চোখ মেলে পারিজাত ;

চিৎকার করে বলে উঠি , ভালোবাসি ভালোবাসি ....

আঁধারের বুকে প্রতিধ্বনিত হতে হতে 

অস্তগামী রাতে ভেসে আসে , রাজি রাজি ......

আমার বিবর্ণ আকাশের নেভা তারাদের বুকে

জ্বালিয়ে দিই  রং মশাল । 

জলপরীর দেশে জাফরানি রং ঢালি চাঁদের গায়ে ,

স্বেত শুভ্র দেহের গলনাঙ্কে গড়িয়ে পড়বে ধীরে ধীরে ;

জোনাক আলোতে রোপণ করি আগামী নবান্নের ধান । 

কে জানে , তোমার দৃষ্টি পথে শ্রাবণ বেঁধেছিল বাসা 

নিরবে নিভৃতে ; চোখ ছুয়ে ধানের শীষ বুকে আসে প্লাবন

আমি ভেসে চলি অজানার হাতছানিতে ,

আর.......... 

তুমি হারিয়ে যেতে থাকো মায়াবী কুয়াশা অরণ্যে ।



No comments: