Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || ২টি-কবিতায়~রণজিত্ পাণ্ডে

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  ১-লা বৈশাখ সংখ্যা ||  

রণজিত্ পাণ্ডে

ভিতরের  সীমানা

আবেগের  মুখে ঠুসি পড়িয়ে
বুকের মধ্যে কেমন যেন বেঠিক বেঠিক আওয়াজ হচ্ছিল ক্রমাগত

তবুও আতঙ্কের প্রাচীর টপকে নীচের দিকে তাকিয়ে দেখলাম-

ওপাড়ের নোংরা জানোয়ারগুলো
                             ধর্ম খাচ্ছে প্রকাশ্যেই

সাহিত্যের ইতিহাস ঘেঁটে অঙ্ক মেলানোর চেষ্টা করতেই
           কে যেন ধমক দিয়ে  বলল-
নেতাদের মতো একদম  মিথ্যে বলবে না

          ইদানিং সব ঘটনার পিছনেই রয়েছে
ভুল বোঝা আর ভুল বোঝানোর আপ্রাণ চেষ্টা

মনের পাখিটি তাই  মনখুলে উড়তেই চাই না
                 লম্বা পায়ে পালানোর চেষ্টায় ব্যস্ত

কারণ এভাবে তাদের  বিপদ এড়ানো নাকি সহজ হয়

উল্টো দিকটায় ক,দিন ধরে   তারস্বরে বিশাল  প্রচার হচ্ছে
   তাতে  গোপন অঙ্গটিও নড়ে গেল হঠাৎ

               অনুগ্রহ করে শুনবেন-
  বিনা পুঁজিতে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ
             " রাজনীতি শিক্ষা সেন্টার "

আমি ঠিকানা শুনবার  জন্য উদগ্রীব হতেই  ভিতরের সীমানাটা সিল হয়ে গেল অজান্তেই


চেতনার উড়ালপুল


বিজ্ঞানের মুঠো মুঠো আন্তরিক ছোঁয়া
                আমাকে আপ্লুত করেছে প্রতিদিন

তবুও মৌল অভিব্যক্তিগুলো  যখন অভিযোগের শ্লোগান তোলে -
( প্রেম ভক্তি মূল্যবোধ/ কে আমাদের  নিয়ন্ত্রক
      সৌহার্দ্য  শিল্পবোধ/ কে আমাদের  নিয়ন্ত্রক )

তখন বিজ্ঞানের শাখায় শাখায় ডুব মেরে
নিরাশ হয়ে পড়ি

     সীমাবদ্ধতায় আটকে যায় জ্ঞানেন্দ্রিয়ের জ্ঞান

  ঠিকানা খুঁজতে গিয়ে দেখি
              উপর্যুপরি পাল্টে যাওয়া অপূর্ণতার গলি

  তবুও অভিজ্ঞ তাওয়াই  সেঁকে নিই মানবিক প্রজ্ঞা

   তাই  চোখের ধর্মকে অবিশ্বাস করে
                                            অন্ধ হতে চাইনি

কেননা
     চেতন রাজ্যের উত্তরণে যে কোন  বিশেষ জ্ঞানই আশীর্বাদ রূপে জ্যান্ত থাকে  চিরন্তন
                   



No comments: