Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~শ্যামাশ্রী মুখার্জী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||              

শ্যামাশ্রী মুখার্জী

গণতান্ত্রিক প্রহসন

 

প্রতিশোধাত্মক হিংসায় জ্বলতে থাকে যে

লেলিহান শিখা

তার প্রতি ছত্রে কি বিচিত্র রাজনীতি!

 

গণতান্ত্রিক উৎসবের প্রহসন—

 

যে আমরা তর্জনী তুলি, গালাগালি করি

সেই আমরাও কোনো কোনো  ছত্রছায়ায়

লালন করি শোক...

 

সূর্যের মানচিত্রে আজ নন-পার্লামেন্টারি শ্লোক

 

রক্তাক্ত লাশের ওপর লুফে নেওয়া দোষারোপ

কোনো মন্ত্রবলে জাগাবে না বিবেক!