রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
মুখোশ
অন্ধকারের ভেতরে কিছু ঘুমন্ত শিলালিপি অনুচ্চারিত হয়ে ভাসতে থাকে,
মুখোশের সমান্তরাল কোন বিকল্প নেই নিজেকে নিরাপরাধ প্রমাণ করার,
বিথোফেন বা মুৎজাট যাই বল না কেন-
কোন কিছুই গলাতে পারবে না তোমার ভেতরের পশুটাকে৷
লাঙ্গলের ফলা দিয়ে চেঁছে নেওয়া যায় মাটি,
সময়ের হাত অদৃশ্য হলেও বদলের দানে বেশ পটু,
আপন আপন খেলায় বহুবার ধরাই পরে না আস্তিনের ভেতর সাপ বাসা বেঁধেছে৷
ম্যানিকুইনের মত মনোরঞ্জন আর কত দিন ?
করোটির ভেতর প্রচ্ছন্ন অন্ধকারে অসংখ্য ঝিঁঝিঁপোকার ডাক,
সূর্য উঠলে ওরাই আবার পিঁপড়ের মত লাইন দিয়ে আমার মৃত হৃৎপিন্ডটাকে কুঁড়ে কুঁড়ে খায়৷


1 comment:
সুন্দর...
Post a Comment