হামিদুল ইসলাম
ফসিল সুখ
দুঃখ প্রসব করে মেঘ
রোমকূপে নিরন্তর প্রবহমান উদগ্র আগুন
অমাধূলোয় মিশে যায় ক্লেদার্থ ঘাম স্বপ্ন
রক্ত ক্ষরণ ও সঙ্গম যাপন
সুখ মরিচীকা
নিষ্ঠুর ধনুকের ছিলায় ডাকে মৃত্যুবাণ
পাশাপাশি জঙ্গম স্বপ্ন আর আমাদের শৈশব
নদীগর্ভ অকাল বোধন
মন মদিরা সূর্য
চর সমন্বিত মুখরা তর্পণ
ছায়া ঢাকা মেদরশ্মি ভূগোল ধারক বাহক
উঠোনে ব্যস্ত এখন শব্দ শরীর
হাতের উপর হাত
কামনার শুষ্ক বিষ দুঠোঁটে ধারণ করি
সিক্ত হয়ে ওঠে নুন রক্ত ও পরিমিত শ্বেত চন্দন
ফসিল সুখে দুঃখ বশংবদ ।


No comments:
Post a Comment