Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~মাসুদুল হক

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

মাসুদুল হক

ঘাসের ঘটনা 

প্রতিটি মিলন অসংখ্য মৃত্যুর সম্ভাবনা নিয়ে
                                               জেগে ওঠে 
বসন্তরাতের পাতার শয্যায়
আমি আমার মাঝে জেগে আছি...

আমার শরীর এক অনিরাপদ নিদ্রায় আটকে আছে।
আমার বাহু এখানে ক্লান্ত এবং আমার মাথাও রয়েছে এবং আমার পাগুলো আমার সত্তার সঙ্গে সংযুক্ত রয়েছে বলে মনে হয়,
তবে আমার হৃদয় পূর্ণ নয়।

বনপোড়া ছাইয়ের ভেতর রোদ নিয়ে জেগে আছি 
প্রথম বৃষ্টি ফোঁটা জলের অপেক্ষায়... 
আসুক ঝড়, জেগে উঠবো
ফাগুন শেষে প্রথম ঝড়ের ঘটনায়।




No comments: