Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~অমিত চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||      

অমিত চক্রবর্তী

জট, এনট্যানগলমেন্ট

 

একটি কিশোর ফোটন একবার লাইব্রেরী মাঠে

সামান্য ছুঁয়েছিল এক কিশোরী ফোটনকে, সেই জট, এনট্যানগলমেন্ট

রয়ে যায় বিশ্বে, যেন কোয়ান্টাম ফিজিক্স আদর করে

আগলে রেখেছে দুটি সরল প্রাণ, জীবন এসে এক ঝটকায়

সরিয়ে দিলেও। “এত লিখি তোকে, তুই শুধু নিশ্চুপ,

তাই তোর নাম দিচ্ছি কথামালা।“এই ভাবে শুরু হয়েছিল

বিনিময়, আলতো ছোঁয়া দিয়ে শেষ যার।

সম্ভাবনা রয়ে যায়। আচ্ছা, বাবুল যদি থাকতো সন্ধ্যের চায়ে,

শোনাত কি কবিতা আবার? কথামালা, কাজলখোঁপা             

এইসব নিটোল শব্দ কি ঝঙ্কার তুলত

চেতনায় – ট্রেবল যেমন পিংপং খেলে কাঁচের দেওয়ালে?

যন্ত্রনা রয়ে যায় সঙ্গে। বাবুল যদি না লেখে, যদি মুখ গুঁজে পড়ে থাকে

ডিপ্রেশনে,  মন্দাভূমি আঁকড়ে? সেই জট, সেই টান

এনট্যানগলমেন্ট, পেরোবে কি পৃথিবীর অর্ধ গোলার্ধ? ছোঁবে কি তাকে?

কোয়ান্টাম ফিজিক্স আসবে কি শেষ রক্ষায়, আকুলতা নিয়ে?





No comments: