শীলা বিশ্বাস
হাড়ের তানপুরা
১)
এ কেমন চাঁদ নিজের মুখে দর্পণ ধরে না।লুকানো হাড়ের তানপুরা সুরের ভেতরে গুঁজে দিচ্ছে আগুন।হাতের ভিতরে পা গজাচ্ছে পায়ের ভিতর হাত।মুখ থেকে অজস্র চোখ বেরিয়ে আসছে দেখার খিদে নিয়ে। অপুর চোখের খিদে যেমন ধরে রাখে পথ তার পাঁচালিতে যেমন বিভূতিভূষণ ছড়িয়ে দেন খিদে তার অক্ষর শিরায়।মদালসা চাঁদেও খিদে ও অক্ষর জমানো আছে। কলঙ্কগুলি আসলে এক একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের গরাদ অন্ধকারে চোখ টিপে হাসি ছড়িয়ে গেল জোনাকিরা।
২)
ভিতরে আলো-ছায়া স্মৃতি-বিস্মৃতি সমস্ত পুর্বাপর যেন ভিক্ষুণীর থেরী গাথা গীত হচ্ছে ভাব তরঙ্গে। ভেসে বেড়ানো জলীয় বাষ্পকণা বুদবুদে রূপান্তরিত হলে ভিতরে একটা আস্ত আমি নিয়ে উড়ে যায় দিগন্ত পারে।সমুদ্রের পাড় থেকে দূরে নৌকার সিল্যুয়েটের রহস্য ভেদ করা যায় না।পথ হারানো পাখির মত মগজ-কম্পাস দিয়ে একাকী নৌকা আবিষ্কার করছে পুরানো স্বপ্নপথ।বাঁধ ভেঙে কদাচিত তানপুরা হাসে। সেই হাসিতে কেউ অবগাহন সেরে নেয় কেউ সাধন।
এ কেমন চাঁদ নিজের মুখে দর্পণ ধরে না।লুকানো হাড়ের তানপুরা সুরের ভেতরে গুঁজে দিচ্ছে আগুন।হাতের ভিতরে পা গজাচ্ছে পায়ের ভিতর হাত।মুখ থেকে অজস্র চোখ বেরিয়ে আসছে দেখার খিদে নিয়ে। অপুর চোখের খিদে যেমন ধরে রাখে পথ তার পাঁচালিতে যেমন বিভূতিভূষণ ছড়িয়ে দেন খিদে তার অক্ষর শিরায়।মদালসা চাঁদেও খিদে ও অক্ষর জমানো আছে। কলঙ্কগুলি আসলে এক একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের গরাদ অন্ধকারে চোখ টিপে হাসি ছড়িয়ে গেল জোনাকিরা।
২)
ভিতরে আলো-ছায়া স্মৃতি-বিস্মৃতি সমস্ত পুর্বাপর যেন ভিক্ষুণীর থেরী গাথা গীত হচ্ছে ভাব তরঙ্গে। ভেসে বেড়ানো জলীয় বাষ্পকণা বুদবুদে রূপান্তরিত হলে ভিতরে একটা আস্ত আমি নিয়ে উড়ে যায় দিগন্ত পারে।সমুদ্রের পাড় থেকে দূরে নৌকার সিল্যুয়েটের রহস্য ভেদ করা যায় না।পথ হারানো পাখির মত মগজ-কম্পাস দিয়ে একাকী নৌকা আবিষ্কার করছে পুরানো স্বপ্নপথ।বাঁধ ভেঙে কদাচিত তানপুরা হাসে। সেই হাসিতে কেউ অবগাহন সেরে নেয় কেউ সাধন।


No comments:
Post a Comment