চিত্রায়ণ
ঠিক এই মুহূর্তে আমি তোমার হাতের ইচ্ছাধীন এক ড্রোন ক্যামেরা
পেরিয়ে যাচ্ছি একে একে পারিপার্শ্বিক দৃশ্যপট
আর আমার চোখ দিয়ে তুমি দেখে নিচ্ছ সেই সব দৃশ্য ....
গম রঙা আলো এসে পড়েছে মেঠো জানলাতে
সারাবেলার অবিন্যস্ত চারপাশ আর
সাথে দুপুর সময়কে নিপাট ভাঁজে গুছিয়ে নিয়ে মেয়েটি ঘরে ফিরছে ত্রস্ত পায়ে
পুরোনো মন্দিরের গায়ে লাল নিশান পতপতে হাওয়ায় উড়ছে
খন্ড খন্ড উপমায় ভরে উঠছে সান্ধ্য আঙিনা
তারপর সারাটি বিকেল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে
অলৌকিক হয়ে উঠছে ক্রমশ তমালের ঘন রং....


No comments:
Post a Comment