সুজিত রেজ
অন্ধকারের কোনও বানান হয় না
যে-অন্ধকার ঘরে তুমি বাস করছ
তার কোনও দরজা নেই,
তাই ছাদ ফুঁড়ে নির্গমনের পথ নির্মাণের শক্তি তোমাকেই
যে-অন্ধকার ঘরে তুমি বাস করছ
তার কোনও দরজা নেই,
তাই ছাদ ফুঁড়ে নির্গমনের পথ নির্মাণের শক্তি তোমাকেই
অর্জন করতে হবে।
দুএকটি জানালা আছে,
ইশারা অবিরত,
আর দধীচি-গরাদ।কবেই
তার মজ্জা শুকিয়ে গেছে।
এই রাত শুধু লিখে যায় অন্ধকারের বানান।
কবে আলো এসে
তা যুক্তাক্ষরহীন উচ্চারণ করবে?
সেই আশা নিয়ে,
আমি ছোটো এক টাকার কয়েনের মতো
অপলক ক্ষুৎকাতর দৃষ্টিতে
তাকিয়ে থাকি দুঃখের সানকিথালায়।
জানি,অন্ধকারের কোনও বানান হয় না।
দুএকটি জানালা আছে,
ইশারা অবিরত,
আর দধীচি-গরাদ।কবেই
তার মজ্জা শুকিয়ে গেছে।
এই রাত শুধু লিখে যায় অন্ধকারের বানান।
কবে আলো এসে
তা যুক্তাক্ষরহীন উচ্চারণ করবে?
সেই আশা নিয়ে,
আমি ছোটো এক টাকার কয়েনের মতো
অপলক ক্ষুৎকাতর দৃষ্টিতে
তাকিয়ে থাকি দুঃখের সানকিথালায়।
জানি,অন্ধকারের কোনও বানান হয় না।


No comments:
Post a Comment