Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~শান্তম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

শান্তম

আগন্তুক 


আছড়ে পড়ার পর দেখলাম


শুয়ে আছি । নীচে ছটফট করছে 

মাটি ; বিস্তীর্ণ যুদ্ধের মাঠ

 

মনে পড়ছে না পথের ঘটনা


ভুলে গেছি কী রেখে এসেছি ঘরে

কেন যে এসেছিলাম তা না জেনেই

 

হঠাৎ ফিরে যেতে হচ্ছে আমাকে 





No comments: