আছড়ে পড়ার পর দেখলাম
শুয়ে আছি । নীচে ছটফট করছে
মাটি ; বিস্তীর্ণ যুদ্ধের মাঠ
মনে পড়ছে না পথের ঘটনা
ভুলে গেছি কী রেখে এসেছি ঘরে
কেন যে এসেছিলাম তা না জেনেই
হঠাৎ ফিরে যেতে হচ্ছে আমাকে
Post a Comment
No comments:
Post a Comment