Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~রুবি রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||   

রুবি রায়

Netfliex-এ সূর্যের তীর্যক রশ্মি 


দারিদ্রের স্পেসবার না থাকলে Netflix- এ সূর্যরশ্মি তীর্যক ভাবে পড়ে | কেলভিন স্কেলে মা অন্নপূর্ণাকে বসানোর চেষ্টা হয় |
ময়ূর পাখার উজালা স্বপ্নে যদি সোডা না পড়ে তবে তা কোনো কাজের নয় |
       ঠেক থেকে ঠিকানা খুঁজতে গিয়ে বুঝি--

ফেলে দেওয়া ফাউনটেনের মুখ খুলে যায় -- যখন প্রোটেকশন পরিহিত Left over স্মৃতি নানা ফ্লেভারে মিশে ধাক্কা মারে |

আর শূন্য পাকস্থলি দিগন্তরেখায় মিশলে , ইন্টারভেলে -- পিল বুঝতে পারে এক বঙ্গজননীর পরাধীনতা ।




No comments: