চঞ্চল নায়েক
প্রাচীন রীতিমতে...
যন্ত্রণা ভাঙলে শরীর উড়ান পায়
পাখিদের মতো হয় বিচরণক্ষেত্র
এই যান্ত্রিক শহরে দামোদর নেই বলে
আমিও ছুটে যেতে চাই কাঁকরের পথ ধরে
কিংবা নবীনতম বাউলের সুরের পিছু ধাওয়া করে
ওখানে নাকি নিরীহ সকাল...
বাতাসে নাকি মহুলের গন্ধ...
ওখানেই তবে রেখে আসা যাক
উদ্যাম রাত্রির কিছু বেসামাল অনুভব।
সমুন্নত বিশুদ্ধতা আর নুড়ি পাথরের
স্নেহের পদতলে জন্মান্তরের আবেদন রাখলে ক্ষতি কি
যে প্রেয়সীর কাছে হলুদ পাখি একেবারে অচেনা
সেও তো নদী হতে চাইছে...
কৃষ্ণাঙ্গ অক্ষরের মধ্যে এতো আলো?
ভাবছি, কী করে যে আমার নাম লিখে রাখো
দাবানলের প্রতিটি ফুলকিতে...
প্রিয় ঘাসজন্মের কথা এখনও বলিনি
ভক্তির পুষ্পার্ঘ্য দিয়ে কিউপিডকে আহ্বান করবো
তার সেই সুপ্রাচীন অনুমতিপত্র সামনে রেখে
ঘাসের আংটি পরাবো প্রিয়তমার কোমল কনিষ্ঠাতে...


No comments:
Post a Comment