Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~মোস্তফা মঈন

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||        

মোস্তফা মঈন

শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি—

কটা নতুন জন্মের জন্য

আজ আমি ভুলে যেতে চাই সবকিছু

আমি ভুলে যেতে চাই তুমি আমার শত্রু ছিলে

ভুলে যেতে চাই ছুরির দাগ, বন্দুকের নল

শত্রুর মুখ

 

যুদ্ধে আহত হয়েছিল যারা

তাদের শুশ্রূষা দিতে দিতে মরে যেতে চাই

একটা নতুন জন্মের জন্য

একটা নতুন পাখিময় সবুজ পৃথিবীর জন্য

আমি ভুলে যেতে চাই

তুমি আমার শত্রু ছিলে

শিশু রাসেলকে হত্যা করেছিলে

আমার বুকটা ঝাঁঝরা করে দিয়ে সিঁড়ির গোড়ায়

আমাকে লাশ করে দিয়েছিলে!

 

আমি এই রক্ত দিয়েই

তোমাদের ভালোবাসার মূল্য দিতে চাই

 

আমার দেহ থেকে গড়িয়ে পড়া রক্তের নাম

বাংলাদেশ

আমার দেহ থেকে আকাঙ্ক্ষার নদীগুলো বয়ে যায়...

আমার দেহ থেকে গড়িয়ে পড়া লাল অক্ষরে লেখা

লাল-সবুজেরদেশ

বাংলাদেশ 





No comments: