Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~মনজুর রহমান

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

মনজুর রহমান

রাধার জানালা


নিশাচর ডানা হলো উন্মনা কুঞ্জকাননে বিরহের ক্ষণ
অচেনা হাওয়ারা আঁধারের সাথে ধীর পায়ে এসে 
চুপি চুপি ডাকে- সে অচিনপুর ;
ফাগুনের রাত বধির আকাশ- একফালি চাঁদ হয় উৎসুক ;
সে অনতিদূর-
জানালার পাশে কুয়াশাশরীর দাঁড়ালে এসে, 
স্পর্শব্যাকুল গিরিতলে বাজে-কী বাঁশির সুর!
বুক ধুকপুক,বুক ধুকপুক!
শার্শিতে হাত আঙুলে আঙুল-কী কথা যে বলে! মৌনমুখর;
ওপারে-আঁধারে-দাঁড়ায়ে নীরবে মোমের শরীর নুয়ে পড়ে প্রেমে-
মাটি খুটে খায় পায়ের আঙুল!
বুক ধুকপুক্, বুক ধুকপুক্
রাধা নিশ্চুপ!









No comments: