ইন্দ্রাণী পাল
পেরেক
ঘাটের সিঁড়িতে রোজই ঝুঁকে আসে একটা বেড়াল
তারও চোখে ধূসর লোভ, জলের দিকে
হঠাৎ তার মুখটা লম্বা হতে হতে আকাশ আর মধ্যাহ্নের
মাঝখানের ফাটলটা ভরাট করে দেয় আর বেড়ার ওপাশে
হেমেন মন্ডলের বউয়ের ভারী শরীরটা নড়েচড়ে ওঠে।
এক সুড়ঙ্গ থেকে আর এক সুড়ঙ্গের অন্ধকার মাপতে মাপতে
এগিয়ে আসা পায়ের শব্দ শোনা যায়।
আন্তর্জাতিক তারিখরেখার ওপারে সময়ের হিসেব ভুল হয়
অথচ ছাইরঙা স্যুট আর ট্রাউজার পরা লোকটা রোজই ঘাড়ে
পাউডার মেখে বিকেলের হাওয়া খেতে বেরোয়।
জলসীমার ওপারে জাহাজের ভেঁপু বেজে ওঠে একটা হলদে হয়ে যাওয়া কাগজ হাওয়ায় ওড়ার বৃথা চেষ্টা করে
এইসব টুকরো টুকরো দৃশ্যের পেরেক ঝুড়িতে কুড়োতে কুড়োতে
দিনের শেষে বাড়ির দিকে হাঁটা দিয়েছে কিশোরী মেয়েটা।


No comments:
Post a Comment