Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~তুলি রহমান

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা || 

তুলি রহমান

অলৌকিক সুঘ্রাণ

কে তুমি?
মনোরম চারণভূমি পেরিয়ে,হরিৎক্ষেত্র ছাড়িয়ে
এসেছো আমার জলসীমায়?
কে তুমি?
অগণন সূর্যালোকে দগ্ধ বৃক্ষের ছায়ায়
নিজেকে সুসজ্জিত করো অলৌকিক সুঘ্রাণে
তোমার অভয়ার্ত চোখ
চোখে সর্বনাশের রূপকল্প গ্রন্থিত
কে তুমি?
চাঁদের সীমায় হেঁটে যাও জ্যোৎস্নাপথে
রেখে যাও এক দীর্ঘছায়া
আমার জলসীমায়
অদৃশ্য ছায়ার মন্ত্রমুগ্ধ পথে ছড়িয়ে পড়ে 
জলশব্দ অনাবিষ্কৃত সত্যাগ্রহের কক্ষে
নিজেকে হারাই তোমার ছায়াবিম্বে।





No comments: