মৌমিতা মিত্র
বিষাদের রঙ গাঢ় হলে
তবে তোমার পৃথিবীতে একবার বাঁচার চেষ্টা করি!
ভাগ করে একে একে সরিয়ে রাখা নামহীন গলিতে
হারিয়ে যাওয়া বর্তমানের মুহূর্তগুলো
হাতে নিয়ে দেখি বিষাদের রঙ কতটা গাঢ়!
তোমার পৃথিবীর ভিন্ন আকাশে
একটা জানলা খুলতে পারলে
হয়তো আমিও পালাতে পারবো
ব্যর্থতার জল কাদার বিজ্ঞান থেকে।
হয়তো কোন হেমন্তে
গল্প বলতে বলতে গল্প হয়ে যাবেআমাদের সহজ দিনের সাধারণ কথাগুলো।
শেষ দাঁড়িতে এখনও জমে ঘর হারানোর বিষন্নতা।


No comments:
Post a Comment