Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~দেবযানী বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

দেবযানী বসু

মায়াসরণীতে দুগ্ধবতী

শব্দসন্ধান দিয়ে রাখতে পারি বাম্পার সাজানোর নিয়মে।
বুড়ো আঙুল থেকে দশ নটিক্যাল মাইল দূরত্বে দুগ্ধবতী গাভীরা
পঞ্চশস্যের সাধনা করছে আমৃত্যু।
কোটি টাকার চোট খাবার দুঃখ আদি তমাল গাছে লটকেছি।
ঘিমাখা মুখশ্রীটুকু দেয়ালে ঝোলানো।
আমাদের সহ্যশক্তি পাহাড়ে চড়া বেলুন ভোগে ল্যান্ডিংহীনতায়।
ঝরাতারারা পৃথিবীর হিম মেখে মহাকাশে ফিরে গেল।
কখনো কখনো সিঁড়ির ভাঙা আলোর সঙ্গে কথা বলেছিল।
একরাশ থকথকে দই দুঃখটুকু জমাট বাঁধিয়ে দিয়েছে।
অসংখ্য ধন্যবাদ পেয়ে কম্পিউটার বটবৃক্ষ হয়ে আছে। 
জল চিরকাল খেলার তকমা পেল।
হাততালি পেল।
লটারির টিকিট পেল না।
শিহরণে কাঁপা হাতের রোঁয়ারা কাউকে আঘাত করে না ।
যাবতীয় ব্যতিক্রম মুরগিখামারের শৃগাল ব্যক্তিত্ব। 
বাঁশঝাড়ের শিরশির চন্দ্রমা ফেসিয়াল চুরি করে নামাচ্ছে চাঁদ থেকে।
অপেক্ষা কর যতদিন না ফিরি।


'আশা করি ভুলে যান নি' সংখ্যার জন্য



No comments: