সিদ্ধার্থ দাস
জাহাজ ডুবি
ভূমির ঢাল প্রায় অনিশ্চিত
দেখি আশেপাশে লুব্ধক।
হিত বিপরীতে সমাজ সংসার
বই হারিয়ে বেড়াজাল
কে পড়তে নিয়েছে শৈশব বন্ধুবেলা?
অপরাজিতা মলাট কাব্যগ্রন্থ, নাব্যতা রসিক!
সৌম্য মশগুল সম্মোহনী কবিতা বিশদ ত্যাগ।
ক্রমশ নীচু গলায় কথা বারণ।
ভয় ভেঙেছে উল্টোপূরাণ
জলে তেল ভেসে বেড়ায় সর্বত্র।
বসরাই মুক্তো
১.
পাথরের জলাধার যদি পাথরবাটি হয়
ঐচ্ছিক ভাবুন বেশি!
অন্তর দোলাচালে অন্তস্ত্য-অ
শাড়ি অতঃপর অন্তরায়।
২.
দয়া করো প্রয়োজন,
যেন ফুল ছিঁড়ে রঙ মাখে পাথরশৈলী।
গর্ধব ফুলমালা ভালোবাসে?
চিন্তা অদৃশ্যতায় ব্যথা পরাভূত!
সিজন কাঠের শব্দ কঠিন যোজন।
৩.
স্নেহ শৃঙ্খলা চোখ বিস্ফারিত
হাতে দাও মঙ্গল ভেলকি,
কিছুক্ষণ আভ্যন্তরীন মৌর্য।
সম্ভাবনা ফুসলিয়ে স্বাদ-কোরকে আমলকী।


No comments:
Post a Comment