Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~ নবনীতা সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||         

নবনীতা সরকার

পৃথিবী কিংবা ঘূর্ণনরত বুক


পৃথিবী কিংবা ঘূর্ণনরত বুকের ছাই,
তিন ভাগ জল আর এক ভাগ স্হল।
ছটফট করছে মাছ,পাখি,বন, পাহাড় লক্ষ ধূলোর কান। চোখ বুজে আসছে একমুখী রুদ্রাক্ষের মত কার!
শরীরের সব জল টলমল,ছল ছল।
অন্ধকার আয়নার চরাচর-ঘুম নেই! 
বৃন্তের ঠোঁট লাল,কতবার বলব তোমায় আমি কেউ নই!
বনবীথি অথবা শব্দস্নান।



No comments: