আনন্দ লহরী
এইসব শীতেদের কাছে আমার কিছুই বলার নেই
চলে যাওয়ার সময় পাতাদের কানে
ফুল ফুটে ওঠার কথা চুপিসাড়ে বলে
জলকষ্ট শুরু হবে এসময়
যন্ত্রণা উর্ধ্বগামী এ কথা কি সকলেই জানে
যত বিদীর্ণ হয় মাটি
অগ্ন্যুৎপাত হয় গাছেদের খোঁপায়
দূর থেকে দেখা যায় আনন্দ লহরী...
রাঙা হাসি নেমে আসে মেয়েদের গালে
ফুল ফোটানোর যত আর্তনাদ কথা
আশ্চর্য রেখে গেছে তার নিপুণ খেয়ালে।


No comments:
Post a Comment