পৃথা চট্টোপাধ্যায়
শব্দের ব্যালকনিতে
সময়ের ভিতরে চুপচাপ পড়ে আছে
মনোটোনাস অজাগর দিন
ফর গডস শেক আর প্রশ্ন না
মেধার কাছে যাও
হৃদয় নিয়ে তো ভাবো নি
ফ্লাইওভার থাকলেও রাস্তা পারাপারের জন্য সময় নষ্ট করো নি কখনো
এত নিবিড় গন্ধের পারফিউম আজ এক্সপেক্ট করিনি তোমার কাছে
তাহলে এলার্ট থাকতাম আলবাৎ
টারকোয়েস ব্লু টি-সার্টে বেশ লাগছিল তোমাকে
তন্বী তৃণার ওপিনিয়ন চেঞ্জ করার দরকার ছিল না
আনওয়ান্টেড কোনো টেস্ট করা অর্থহীন ও জানে
বিলিভ করতে শেখো প্লিজ্
ভার্জিন শব্দটির আর নিম্ন মানের কাটাছেঁড়া
নাই বা করলে
নিজের মনকে পিউরিফাই করো
চলো না একদিন দীঘার শালবনে অথবা গনগনির পলাশ উৎসবে মুক্তি খুঁজে আসি
সময়ের ভিতরে চুপচাপ পড়ে আছে
মনোটোনাস অজাগর দিন
ফর গডস শেক আর প্রশ্ন না
মেধার কাছে যাও
হৃদয় নিয়ে তো ভাবো নি
ফ্লাইওভার থাকলেও রাস্তা পারাপারের জন্য সময় নষ্ট করো নি কখনো
এত নিবিড় গন্ধের পারফিউম আজ এক্সপেক্ট করিনি তোমার কাছে
তাহলে এলার্ট থাকতাম আলবাৎ
টারকোয়েস ব্লু টি-সার্টে বেশ লাগছিল তোমাকে
তন্বী তৃণার ওপিনিয়ন চেঞ্জ করার দরকার ছিল না
আনওয়ান্টেড কোনো টেস্ট করা অর্থহীন ও জানে
বিলিভ করতে শেখো প্লিজ্
ভার্জিন শব্দটির আর নিম্ন মানের কাটাছেঁড়া
নাই বা করলে
নিজের মনকে পিউরিফাই করো
চলো না একদিন দীঘার শালবনে অথবা গনগনির পলাশ উৎসবে মুক্তি খুঁজে আসি


No comments:
Post a Comment