Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~চিরঞ্জিৎ বৈরাগী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

চিরঞ্জিৎ বৈরাগী








বাসি রুটির চিৎকার

সাইকেল শো রোডে,  টুইলভ ইয়ার জার্নি
ছোটো বড় ভিলেজ মার্কেট চিবিয়ে

মোজাইক শহরের কোলে
একটুকরো আকাশ-ছোঁয়া আবেগ,

কোথাও যেনো ছত্রাকের পা আগলে
আজ বাসি রুটির চিৎকার

ফোন বাজে। কলিংয়ে কাঁটাতার
সেভ নাম্বারে আরশোলার বাস

মেমোরি পাওয়ার লো ল্যাটিন
টিবিয়া-ফিবুলা জোড় মুক্তি চায়

খুবলে খাওয়া জীবেরা সভ্য সমাজের
তোমার পরিনতিই, ওদের উপেক্ষা

বইয়ের এপিঠ-ওপিঠ!



No comments: