Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~সোমা ঘোষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

সোমা ঘোষ

কার্নিশ ঘেঁষা চন্দনা

সন্ধ্যা নদী আগুন খোঁজে জল,
বারুদের পিঠের সওয়ার আজ—
পোষ মেনেছে মেঘের কোলে হাসা রোদ
পাশের বাড়ির কার্নিশ ঘেঁষা চন্দনা—
আরো কিছু উপদ্রব।
সিঁদুরে মেঘ বন্দী সেজে — জ্বলন্ত চোখ
তখনো বুঝি পোষ না মানা কায়দায়।
পাড়ার মোড়ে বেহালাবাদক বেহালা ছেড়ে এখন তোলে আদায় — নানান কায়দায়
এফ.এম. শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি
দিন ছোটো রাত বড় সূর্য ও হিসেবী কায়দায়—
কায়দায় ফায়দা তোলা এখন বুঝি হাড়ে মজ্জায়।



No comments: