প্রকাশ ঘোষাল
লাইন মারছে
চন্দ্রবিন্দুর কাঁধে চড়ে হাইওয়ের কুসুম কুসুম পদযাত্রা
গাছের মাথায় সাত মাত্রার চোখ
নাভিতে ধুন্ধুমার বাজনা বেজেই চলেছে
বাপ-ঠাকুর্দার দেয়ালে দেয়ালে
আর-
ওদিকে রক্তের সংবিধান পুড়িয়ে
শালা পোল-স্টার বেফিকির লাইন মারছে আয়নার ভিড়ে।


No comments:
Post a Comment