Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~প্রকাশ ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

প্রকাশ ঘোষাল

লাইন মারছে

চন্দ্রবিন্দুর কাঁধে চড়ে হাইওয়ের কুসুম কুসুম পদযাত্রা 
গাছের মাথায় সাত মাত্রার চোখ
নাভিতে ধুন্ধুমার বাজনা বেজেই চলেছে 
বাপ-ঠাকুর্দার দেয়ালে দেয়ালে 
আর- 
ওদিকে রক্তের সংবিধান পুড়িয়ে 
শালা পোল-স্টার বেফিকির লাইন মারছে আয়নার ভিড়ে। 




No comments: