Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~সাত্যকি

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

সাত্যকি

বৃষ্টিহীন থেকে বৃষ্টি, একটা সফর 

জানলা বন্ধ, ঘরের চালের উপর কয়েক টুকরো জল 
কাল রাতে বৃষ্টি হয়েছে এখানে - আজ আর ধুলো নেই - 
যখন হাওয়া উঠল কাল - ইলেকট্রিক তারের গা থেকে 
কয়েক হাত উপরে উঠেছিল ধুলোর শরীর 
বহুদিন এখানে বৃষ্টি হয় নি -  

এখন গাছের পাতা চকচকে 
রোদ কিছুটা ঝিমানো 
রাস্তার শরীরে জল 
দূরে ছায়া ছায়া মানুষ আর 
বিশ্রাম নিচ্ছে একটা ঝিনুক সকাল 




No comments: