সাত্যকি
বৃষ্টিহীন থেকে বৃষ্টি, একটা সফর
জানলা বন্ধ, ঘরের চালের উপর কয়েক টুকরো জল
কাল রাতে বৃষ্টি হয়েছে এখানে - আজ আর ধুলো নেই -
যখন হাওয়া উঠল কাল - ইলেকট্রিক তারের গা থেকে
কয়েক হাত উপরে উঠেছিল ধুলোর শরীর
বহুদিন এখানে বৃষ্টি হয় নি -
এখন গাছের পাতা চকচকে
রোদ কিছুটা ঝিমানো
রাস্তার শরীরে জল
দূরে ছায়া ছায়া মানুষ আর
বিশ্রাম নিচ্ছে একটা ঝিনুক সকাল


No comments:
Post a Comment