রঞ্জনা বসু
নতুন প্রভাতে
পাশের কোন বাড়িতে টেলিফোন বাজছে
বেজে যাচ্ছে একটানা
ওপারে বসে আছে কেউ ,অপেক্ষা নিয়ে
হবে শুভেচ্ছা বার্তা সাথে মত বিনিময়
কাল ভোরে নববর্ষ এসে
ওঠাবে নতুন সূর্য,এনে দেবে জয়।
উৎফুল্ল বৈশাখ, তুমিও দেখবে চেয়ে
চৈত্র যাবে চলে যাবার নিয়মে
তুমি তার অন্তিম প্রাণে থেকো মালা হয়ে।
দিগন্তে দাঁড়িয়ে মাটি দেখবে তোমাকে
সেও জানে, একতারা বাজিয়ে একদিন
তুমিও পৌঁছে যাবে চৈত্র আকাশে।
পুরোনো বন্ধুকে ডেকে
শেখাবে নতুন কোন কথা
ভেঙ্গে দিয়ে এ ঋতুর অনিবার্য সীমা,
টেলিফোন বেজে যাবে
মঙ্গল ঘটখানি সাজানো প্রাঙ্গনে
বোশেখের বুক জুড়ে চৈত্র থাকে।


No comments:
Post a Comment