Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~কার্তিক ঢক্

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

কার্তিক ঢক্







বারুদের অর্গান

যে শূণ্যতায় হিমায়িত হয় দেশলাইকাঠিটি-
ক্রমশ নিরস্ত্র করে বারুদের অর্গান।
সুচাগ্রের ভালোবাসাহীন কুলকুচি-হাসি
ভেঙে ফেললে ল্যাম্পপোষ্টের পা
অযথা কাকজন্মে ল্যাপা হয় 
উঠানের হা-হুতাশ মাটি। 

বায়োমেট্রিক ছাপ নেই কোনো
সেলোটেপের দরজায় ! 

কেউ কি জানে! অমৃত নিভে এলে
 বিষ কতোটা আগুন হয়ে জ্বলে!
ব্যাকগ্রাউন্ডের ট্র্যাকমিউজিকে বাজছে-
হামে তো আপনো নে লুটা...

পরিচ্ছন্ন আকাশ-আয়নায়
হারামখোর পাখিদের ডানা
 দিন-রাত সমান সচল...




              



No comments: