Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~কুশল ভৌমিক

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

কুশল ভৌমিক

বেদনার হায়ারোগ্লিফিক্স


এই যে আমি তোমার অবাধ্য ঠোঁটে
লেপ্টে দিলাম একটা কষ্টার্জিত দুপুর
আস্ত একটা কবিতার বই
বেদনার হায়ারোগ্লিফিক্স 

এসবই আমার ক্ষুধার্ত প্রেমের নামতা। 

যদি খুলতে পারো সমীকরণ 
জীবনের ভগ্নাংশের ভাঁজ
দেখবে-

আকাশে ঝুলে আছে আইনস্টাইন 
পাতার ভেতর খসে পড়ছে রবীন্দ্রনাথ 
আর পৃষ্ঠাজুড়ে লালনের একতারা 
আর আমি-
ব্রহ্মান্ডের মতো তোমার খোলা পিঠে 
দুলে ওঠা বেণির শিল্পকলা দেখে দেখে 
প্রশ্নবোধক চিহ্নের ভেতর ঢুকিয়ে দিই বিস্ময় 

জীবন বস্তুত বিরাম চিহ্নের মাস্তানি! 



No comments: