Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~সুকন্যা ভট্টাচার্য্য

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

সুকন্যা ভট্টাচার্য্য

সঙ্গী

এবার একলা থাকার পালা
এইসব গান, লেখালেখি 
সঙ্গী?
হয়তো নয়,বেঁচে থাকার জন্য রসদ।

বাড়ির পেছনে অজানা গাছগুলো 
কাঠঠোকরা ঠকঠক  
তাখিয়ে দেখি    দুপুর
সময় পেড়িয়ে যায়।
সরু খালের পাশে গিয়ে 
হিঞ্চের শাক তুলি
ঝোল ভাতের হুশ হুস টান
ট্রেনের হুইশেলে  মিশে যায়।
ইলেক্ট্রিক লাইন কেটে দেওয়ার পর
চুপিচুপি চাঁদ লুকোচুরি খেলে

সঙ্গী??
সব অপপ্রচার।। 



No comments: