অতি সত্ত্বর
ছিটিয়ে দাও বোবার জন্ম কথার মৌনতা
সবুজ শুকিয়ে আকাশ কালো
মস্তিষ্কের ধূসরতায় রাত্রির মৃত্যু
জেগে জেগে ল্যাম্পপোস্টের চোখ ক্লান্ত
গাছ ছুঁড়ে ফেলছে অন্তিম ক্লোরোফিল
গোলাপ চুরি হয়ে পথে রয়েছে শুকনো কাঁটা
কাঁটার উপরে রক্ত পায়ে হাঁটছে নীরব দেশ
ব্যার্থস্বপ্ন-দুঃস্বপ্ন জীবন-বালিচোখ-অন্ধকার
প্রেমিকেরা ছুরি রাখছে নরম লাল ফুসফুসে
নাট্যমঞ্চে ঝড় থেমে যায় আলো নিভে যায়
ঈশ্বর নেশায় সিংহাসনে বসে হাততালি দেয়
আজকাল কেউ কবিতা লিখছে না প্রতিবাদের লাল কালিতে
আজকাল কেউ অতিসত্ত্বর কবিতা লিখছে না শুকনো রক্ততে


No comments:
Post a Comment