Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~নীলিমা দেব

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  ১-লা বৈশাখ সংখ্যা ||    

নীলিমা দেব 

এসো হে বৈশাখ

 

কথা ছিল বৈশাখী হবে

                               শেষের ঘরে

                                           শুরু থেকেই

 

মেঘ নিভলো

          অন্ধকার নিভলো না …

                               মোজার্ট অন্

 

বসন্ত ছিঁড়ে ছিঁড়ে যেটুকু জানলা

এখানে থেমে যেতে পারতো জলের রসুই

 

 

লক্ষ্মীর ঘটে পড়ে আছে চাঁদ

          ঘর ঘুমিয়ে রইল দরজায়

 

 

নীল নামের ভোর দেহজ সূর্যাস্তে ইমন ঢালতে ঢালতে গোলাম আলি খাঁ


যেভাবে ছায়া উড়ে উড়ে বেগম কিংবা বাহার

 

  ছ’ ফুট নীলে নতুন জলের হৈচৈ




 

No comments: