Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~ঝুমা মল্লিক

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

ঝুমা মল্লিক

লজ্জা



আলো-আঁধারিতে সামনে চেয়ে দেখি,

কেউ কোথাও নেই,সামনে শুধু আতস কাঁচ।

পথ জুড়ে তখন মিছিল এগিয়ে চলে।

স্লোগান দিয়ে হেঁটে চলে ওরাও।

           কে তুমি ?

পথিক তুমি কি তোমাকে চেনো ?

বলো, চিনতে পারছো?পারছো না।

এই আতস কাঁচে নিজেকে দেখো।

তোমার শরীর জুড়ে ধূলোবালি,

     মুখে মিথ্যে বুলি।

তোমার জিহ্বাতে অহংকারী পুটলি ।

চোখ জুড়ে তীক্ষ্ন লজ্জা।

কপালে কাটাকাটি খেলে শিরা ।


সব দেখে আতস কাঁচ নিমেষে মাটিতে পরে যায়।

ভেঙে যায়,টুকরো টুকরো হয়ে যায়।

মানুষের মন যেমন ভাঙে তেমনই ।





No comments: