বর্ণজিৎ বর্মন
প্রেমিকার গালে পাসওয়ার্ড
তুমুল বৃষ্টি এলে পার্কের বেঞ্চিতে শূন্যতা সৃষ্টির অনুভব উদ্দেশ্য বসে ইতিওতি চায়
অন্যগল্পে
অজানা পাহারের গোপন গুহায় নীল রঙের ঝরে পড়া চিঠি লিপি খোঁজে নদী
কোনো আজানা প্রেমিকের
হাতের স্পর্শ পাওয়ার অপেক্ষায় দিন গুনছে
আগুনে পুড়ে এই নশ্বর দেহখানি
অমলিন রূপে বিভোর নিসর্গ নিশানা এম এ পাশের পরও প্রেমের ভাষা,স্বর ,প্রতীক বুঝে না
প্রেম তো একটা স্বতন্ত্র বিষয় কেউ কেউ কিছু বোঝে
কেউ কেউ বুঝে উঠতে গেলেই চোখে
চাঁদ ওঠে, কপালে ছাতা , অচেনা পাখির ভাষা কানে ভেসে আসে
উন্মাদ পাঠক্রম ভূমিকায় লিখা হয় ও স্বপ্ন তুমিই
এদের মায়ার জালে জড়িয়ে রেখেছে
মিন ব্ন্ধী খেলা
আসলে প্রেম তো সর্বাংশে সত্য পবিত্রতা নদী-
জলের তলায় ডুবে যায় হাত ,
খুঁজি চলো খুঁজি
নিজস্ব অস্তিত্ব
প্রেমের কবিতায় বলিষ্ঠ প্রেয়সি পেলে
প্রেমিকার গালে পাসওয়ার্ড স্যাটাব


No comments:
Post a Comment