Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~কল্যাণ চট্টোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||   

কল্যাণ চট্টোপাধ্যায়

মা

কতকাল তোমার আদর ও স্নেহের পাশে বসিনি

অথচ চল্লিশ বসন্ত ছিল তোমার চুমু ও স্পর্শ মাখা

সময়ের স্রোতের ভেতর নক্ষত্রও ফিকে হয়ে আসে
আভূমি টান ও ভালোবাসারেখা একসময় দিগন্ত রচনা করে

প্রিয় কোলের ভেতর নতুন শৈলী, কাঙ্ক্ষিত রেখাচিত্র
অথচ দীর্ঘ ক্যানভাসে আমি তো দিতে পারি না
ক্ষুধার্ত রঙের আঁচর

আমার সন্তান জন্ম কেবলই ভেঙে ভেঙে যায়

পিপাসা অস্থির দাঁড়িয়ে দেখে
মগডালে ঝুলে থাকা চিরায়ত জলের আসর




No comments: