অলোক বিশ্বাস
নারীবন্দনা : ২
ঝড়ের গতিতে বহু সত্যকে মিথ্যা, বহু মিথ্যাকে
সত্য করা যায় নারী বন্দনায়। ভূগোল, ইতিহাস ও সমাজবিদ্যার পাঠক্রমে নারী বন্দনার উৎকর্ষ আছে বজ্রবিদ্যুৎভরা অমরতায়। ভূতের গল্পে বা জাদুবাস্তবতায় নারীদের শোভা সদ্যজাত শিশুর মতোই। আমি হাজার সেলাম জানাই নারীদের, প্রাকৃতিক সকল বস্তুকে চিরতরে অস্থির রেখেছে ব'লে। জাগতিক পরাজাগতিক নারীরা পৃথিবীকে নতুন কোরে জন্ম দেয় প্রতিদিন। দেখছি নদী ও সমুদ্র থেকে উঠে আসছে অগ্নিহোত্রী নারী। কিভাবে প্রকৃত নারীর জন্ম হয় রোজ একথা কেউ কেউ জানে। আমি যখন দুগ্ধাদি পান কোরি, যখন সাঁতার কাটি, যখন জ্যোতিষ্ক স্পর্শ কোরে বীর্য পূর্ণ কোরি, যখন বনস্পতির সমীপে প্রশান্ত বৃষ্টি প্রার্থনা কোরি, গায়ত্রী মন্ত্র সমেত, সকল ঈপ্সিত বস্তু সমেত, হারিয়ে যাওয়া পরিশ্রুত জল সমেত, শুদ্ধসত্ত্ব স্বর্গীয় অভিপ্রায় সমেত নারীরা আমার সম্মুখে এসে দন্ডায়মান হয়। আমি তাহাদের নির্মল প্রভায় বসে নীরবে নারীবন্দনা কোরে যাই।


No comments:
Post a Comment