Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~বন্যা ব্যানার্জী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

বন্যা ব্যানার্জী

অস্তিত্ব

আছো?
জানিনা। লোকে তো বলে আছি।
আমি ঠিক বুঝতে পারিনা।এই যে কত কিছু ঘটে  চলেছে চারপাশে।সব মানে বুঝে উঠতে পারিনা।এই দেখ সবে কাল ফাগুন শেষ হয়ে চৈতি ফুল ফুটলো,অথচ ঘরের কাছে মৃত সৈনিক ফিরে এলো কফিন বন্দী হয়ে।আমি নিজেকে যুদ্ধের সঙ্গে মুড়ে ঘুমিয়ে পড়লাম তার 
 পাশে। তারপর গড়াতে গড়াতে ঘুমের ভেতর,স্বপ্নের ভেতর একা একা স্নান সেরে সূচী হলাম।  
বড়ো লিখতে ইচ্ছে হলো তোমায় দু - চার লাইন। লিখে যাব , হয়তো বা তোমার উত্তর সাজানো নৈবেদ্য হয়ে থেকে যেতে ও পারি।




No comments: