Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~বিশ্বজিৎ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

বিশ্বজিৎ

যুবক,ভালোবাসা আর অন্ধকার

বিশ্বাস করো
আমি কিছুই বলতে চাইনি।
কিছুই বোঝাতে চাইনি

ধ্বনির গভীরে
বারবার ঢুকে গেছে-
এক নি:সঙ্গ চিৎকার...
তরুণ কবির বসন্ত

একবার ছিঁড়ে- খুঁড়ে দ্যাখো।
ডুব দিয়ে দ্যাখো

কান্না ছাড়া,আর কী-ই বা অবশিষ্ট আছে...



No comments: