রিতা মিত্র
দূরত্ব
চোখে লেপ্টে আছে অপূর্ণ স্বপ্ন
তাই দূরত্ব মাপার অঙ্কে হামেশাই ভুল করি
প্রহসনের হাতে কত নগর গড়তে দেখেছি, দেখেছি ভাঙতেও
আশ্রয়হীন আত্মা, আমি নির্মাণ জানিনা ,নির্বাণের রাস্তাও বলে দিতে পারি না
অন্ধকার কুড়িয়ে-কুড়িয়ে আলোর অপেক্ষা
কত ছোটো- বড়ো বাঁক পেরিয়ে এসেছি, আর কিছু পেরোতে হবে হয়তোবা
ঋণের বোঝা বেড়েছে ঢের
অভিজ্ঞতার ভাড়ারও ফাঁকা নয়
পদ শব্দ শুনে চরিত্র বলে দিতে পারি আজকাল
মুখ ও মুখোশের ফারাক যেখানে খুব ক্ষীণ হয়ে আসে
দূরত্বটাই শ্রেয় অসুধ জানবেন
সময়ের শঙ্খ লাগা
চিৎ সাঁতার শিখে ওঠার আগেই সময়ের শঙ্খ লাগা
পাঁচ কানের গল্প ফোড়ন দিয়ে বসিয়েছি ডাটা চড়চড়ি
এবার যে গল্পটা ভুমিষ্ট হবে তাতে কতটা জলভরা মেঘ থাকবে আর কতটা বজ্রবিদ্যুৎ তা জানার জন্য পরচর্চা কেন্দ্রের খিড়কি খোলা আছে
ডানা ভাঙা প্রজাপতিদের থেকে ভ্রমণ বৃত্তান্ত সংগ্রহ করছি
মাস্তুলের ছায়ায় জিরিয়ে নিচ্ছে বিষুব রেখা
ঢেউ তৈরির পাঠশালায় সমুদ্র এখন মগ্ন বিদ্যার্থী
মোহনার জলে সূর্যের কমলা স্নান
রানওয়ে শেখাচ্ছে, থেমে থাকা জীবনের দস্তুর নয়
এসো হাইটাইড কে আমরা চিয়র্স বলি।
চোখে লেপ্টে আছে অপূর্ণ স্বপ্ন
তাই দূরত্ব মাপার অঙ্কে হামেশাই ভুল করি
প্রহসনের হাতে কত নগর গড়তে দেখেছি, দেখেছি ভাঙতেও
আশ্রয়হীন আত্মা, আমি নির্মাণ জানিনা ,নির্বাণের রাস্তাও বলে দিতে পারি না
অন্ধকার কুড়িয়ে-কুড়িয়ে আলোর অপেক্ষা
কত ছোটো- বড়ো বাঁক পেরিয়ে এসেছি, আর কিছু পেরোতে হবে হয়তোবা
ঋণের বোঝা বেড়েছে ঢের
অভিজ্ঞতার ভাড়ারও ফাঁকা নয়
পদ শব্দ শুনে চরিত্র বলে দিতে পারি আজকাল
মুখ ও মুখোশের ফারাক যেখানে খুব ক্ষীণ হয়ে আসে
দূরত্বটাই শ্রেয় অসুধ জানবেন
সময়ের শঙ্খ লাগা
চিৎ সাঁতার শিখে ওঠার আগেই সময়ের শঙ্খ লাগা
পাঁচ কানের গল্প ফোড়ন দিয়ে বসিয়েছি ডাটা চড়চড়ি
এবার যে গল্পটা ভুমিষ্ট হবে তাতে কতটা জলভরা মেঘ থাকবে আর কতটা বজ্রবিদ্যুৎ তা জানার জন্য পরচর্চা কেন্দ্রের খিড়কি খোলা আছে
ডানা ভাঙা প্রজাপতিদের থেকে ভ্রমণ বৃত্তান্ত সংগ্রহ করছি
মাস্তুলের ছায়ায় জিরিয়ে নিচ্ছে বিষুব রেখা
ঢেউ তৈরির পাঠশালায় সমুদ্র এখন মগ্ন বিদ্যার্থী
মোহনার জলে সূর্যের কমলা স্নান
রানওয়ে শেখাচ্ছে, থেমে থাকা জীবনের দস্তুর নয়
এসো হাইটাইড কে আমরা চিয়র্স বলি।


No comments:
Post a Comment