Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~পার্থ সারথি চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

পার্থ সারথি চক্রবর্তী 

ঘুম বিষয়ক 


জেগে থাকা আর ঘুমের মাঝে দেখি
এক চিলতে ফারাক কিংবা তাও নয়
এ নিয়ে তর্কের মাঝে উঠে আসে-
না-বোঝা সম্মিলিত জ্ঞানহীন চিৎকার 
  আর ক্যামেরার ফ্ল্যাশ, ট্যালকম পাউডার 
কিছু কথা শোনা যায়, বোঝা যায় না 
বুঝতে চাইলে, শোনাই যায় না 
আসলে এক অর্থহীন ইজমের চাষ করছি 
   মন ও বিবেক জুড়ে, হাতে শুধু-
   খালি চায়ের কাপ; মন কঙ্কালসার



No comments: