চিরঞ্জীব হালদার
চশমা
ঘনায়মান অন্ধকারের মধ্যে
কেহ কেহ চশমা পড়ে থাকেন।
আমার পোশাক থেকে আজকাল
অশ্ব ক্ষমতার ফিসফিসানি টের পাই।
পিকচার টিউব যখন ঘুমিয়ে পড়ে
তার পাশবালিশ থেকে বেরিয়ে পড়ে
নিরীহ নেকড়টা শিকারের খোঁজে।
বিশ্বাসঘাতক চশমা নিয়ে সাপলুডো খেলতে গিয়ে
হেরে যাও লোকটা।
আমি অন্ধকার আমি চশমা
আমি কবর থেকে উঠে আসা ভার্জিনিয়া উলফের
মুছে যাওয়া অক্ষর।
নীহারিকা রজ্জু
আমি তোমার ভিতরে দখলদারি নিয়ে
পাইলটের কাছে ঋণ করার আগে
ম্যগাজিন থেকে অনাথ বুলেট।
আসলে সব চশমা আমাকে শত্রু পক্ষের
দূরবীন মনে করে।


No comments:
Post a Comment