Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~হরিৎ বন্দ্যোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

হরিৎ বন্দ্যোপাধ্যায়

উলের সুতো

আমার দিদিমা খুব ধীর স্থির হয়ে
উল নিয়ে চারঘর এগিয়ে গিয়ে
কিছুক্ষণ পরেই আবার চারঘর পিছিয়ে আসত 

উল বুনছ ?
সোয়েটার বুনছ ? 
এসব কানে গেলেই দিদিমা খুব জোরে হেসে উঠত

শুনেছি কোনো এক শীতের দেশ থেকে বুড়ি উঠে আসে
সোয়েটার মানে ঠাণ্ডা হয়ে যাওয়া একটা শরীর
যাবতীয় যুদ্ধের শেষ

উলের সুতো হাতে যুদ্ধ চলুক 
ঠাণ্ডার সঙ্গে পায়ে পায়ে এগিয়ে গিয়ে
ঠাণ্ডার সঙ্গে পায়ে পায়ে পিছিয়ে এসে
সর্বক্ষণ সারাটা পথ মাছরাঙার দৃষ্টিতে

পরিধি ধরে ছড়িয়ে পড়ুক দিগন্ত পর্যন্ত
পথে পথে গোপন গুহায় কিছু উলের সুতো
ঠাণ্ডার মস্তিষ্কে সুড়ঙ্গ খোঁড়ার তোড়জোড় চালাচ্ছে ।




1 comment:

biswas asutosh said...

খুব দারুণ।