Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~নিবিড় সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

নিবিড় সাহা

অমিল

প্রত্যাশা গুলো দাবী হয়ে গেলে
চেনা অংকও ভুল l
নাবিকের মতো ভেসে চলো স্রোতে,
ধরে থাকো মাস্তুল l

আঁকশি দিয়ে মেঘ ধরলে কি
বৃষ্টি নামনো যায় ?
শুকনো মাটির তেষ্টা তো মেটে
মেঘেদের ই ইচ্ছায় l

কোন পরিচয়ে লঙ্ঘিত হয়
গন্ডিত সীমারেখা ?
প্রত্যাশা আর পাওয়ার কবিতা,
ভিন্ন কালিতে লেখা l



No comments: