অভিজিৎ দাসকর্মকার
সম্পাদকীয় নয় কিন্তু ____
দেরি করে ফেললাম!__
পরিবার
আকাশপাড়ি,অথচ
ফাগুনে রাঙা বসন্ত,চড়ক দেখে নিলো
দেখলো
প্রচার—প্রসার—হুমকি—এবং
চৌকাঠে বেকসুর দাঁড়িয়ে রইল চৈত্র
দই-চিঁড়ে আর ছাতু দিয়ে সংক্রান্তির ধুনো,ঘাঁটুফুল
বুনো রোদ ফোঁসফোঁস করছে ঘাড়ের কাছে,আমরা
এখনো বেঘোরেই
এসো আমি তুমি সে ও তাহারা হয়ে পালন করি
১টি বিনা-সম্পাদনার সন্ধ্যা
১টি অরাজনৈতিক শুভ নববর্ষের ক্যালেন্ডার ভরা শুভেচ্ছা, আর
ভালোবাসার আড়ালে সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন বয়ে চলুক
মালভূমি
আবহমান ধারা,এবং
জীবনের উৎসব চলুক কবিতা হয়ে


No comments:
Post a Comment